সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে গত বুধবার সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছেন বিদ্রোহীরা। এরপর মাত্র তিনদিনে অর্থাৎ শনিবারের মধ্যে তাঁরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে।
বিদ্রোহীদের বিস্ময়কর এ আক্রমণের জের ধরে ২০১৬ সালের পর এ প্রথম আলেপ্পোতে বাশার আল–আসাদ সরকারের পক্ষে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আক্রমণের মুখে টিকতে না পারে শহরটি ছেড়ে চলে গেছেন সরকারি সেনারাও।
এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। সিরীয় রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা গতকাল রোববার এ খবর জানিয়েছে।
বাশার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিকতম এ আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস)। এক দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়াযুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের।
আকস্মিক সিরিয়া পরিস্থিতির এমন নাটকীয় মোড়ে প্রেসিডেন্ট বাশার কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছেন।