বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট শেষ

খেলাধুলা

সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। যদিও আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের জন্য সিরিজ জয়ই হবে সর্বোচ্চ প্রাপ্তি। তবে প্রবাসী দর্শকদের কাছে ব্যাপার ভিন্ন। কালেভদ্রে নিজের অবস্থান করা শহর বা দেশে জাতীয় ক্রিকেট দলের দেখা মেলে। সেই সুযোগ তাঁরা হাতছাড়া করবেন কেন?

ইংল্যান্ডের চেমসফোর্ডে চলা বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজও প্রবাসী দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে যথেষ্ট। প্রথম দুই ওয়ানডেতে কয়েক হাজার দর্শকের উপস্থিতিই তার প্রমাণ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে মাঠ কর্তৃপক্ষ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড যে মাঠে খেলছে, চেমসফোর্ডের সেই কাউন্টি গ্রাউন্ড ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের হোম ভেন্যু।

আজ ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই।

বাংলাদেশের খেলা দেখতে কাউন্টি গ্রাউন্ডে হাজির হন হাজারো প্রবাসী বাংলাদেশি
বাংলাদেশের খেলা দেখতে কাউন্টি গ্রাউন্ডে হাজির হন হাজারো প্রবাসী বাংলাদেশিছবি: এসেক্স ক্রিকেট

চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডের গ্যালারিতে মোট দর্শক ধারণক্ষমতা ৬ হাজার ৫০০। ১৯৮৩ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা মাঠটিতে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশই খেলেছে তিনটি। এই সিরিজের প্রথম ২ ম্যাচের আগে ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ।

২০২০ সালের মে মাসে এই মাঠে আইরিশদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনা মহামারির কারণে সফরটি শেষ পর্যন্ত হয়নি। এবার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই রাখা হয়েছে এই মাঠে। যার প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয়টিতে ৩ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিম ইকবালের দল।

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় পৌনে চারটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *