আহমেদাবাদ ও কলকাতার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও (এইচসিএ) বিশ্বকাপে সূচি বদলের অনুরোধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বরাবর চিঠি দিয়েছিল। তাতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সূচিতে দ্বিতীয় দফা বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আজকের খবর, বিসিসিআই হায়দরাবাদের প্রস্তাবে সাড়া দেয়নি। শেষ মুহূর্তে এসে আরও একবার সূচি বদল সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই।
