বিপিএলের সঙ্গে বড় নাম এ পর্যন্ত কম যোগ হয়নি। বৈশাখ২৪ টি–টোয়েন্টির এক সময়কার ফেরিওয়ালা ক্রিস গেইল নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। শহীদ আফ্রিদি তো এই টুর্নামেন্টের অন্যতম কাঙ্ক্ষিত মুখ হয়ে থাকতেন। এর বাইরেও বিপিএল রাঙিয়ে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো আন্তর্জাতিক অনেক তারকা ক্রিকেটারই।বাংলাদেশের প্রেক্ষাপটে ২০১২ সাল থেকে শুরু বিপিএলের সবচেয়ে বড় মুখ বলতে হবে দেশের দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে। একটা সময় তো মাশরাফির দলের চ্যাম্পিয়ন হওয়াটা নিয়মই হয়ে গিয়েছিল।
