লিওনেল মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে সরগরম ফুটবল–বিশ্ব। কয়েক দিন আগে বার্তা সংস্থা এএফপি জানায়, পিএসজি ছেড়ে সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন মেসি। এএফপির খবরে ক্লাবের নাম উল্লেখ না থাকলেও অনেকেই মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে আল-হিলালকেই ধরে নেয়। গত জানুয়ারি থেকেই মেসির আল-হিলালে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
যদিও তাৎক্ষণিকভাবে মেসির ঘনিষ্ঠজনেরা এবং তাঁর বাবা হোর্হে মেসি এএফপির খবরের সত্যতা অস্বীকার করে। সেই ধারাবাহিকতায় এবার আল-হিলালের পক্ষ থেকেও এখন পর্যন্ত মেসির সঙ্গে কোনো চুক্তি হওয়ার কথা অস্বীকার করা হয়েছে।