বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি বিমান সংস্থাটি ১০ দশমিক ৬ বিলিয়ন দিরহাম বা ২ দশমিক ৯ বিলিয়ন (২৯০ কোটি) মার্কিন ডলার মুনাফা করেছে। আগের বছর বিমান সংস্থাটি ৩ দশমিক ৯ বিলিয়ন দিরহাম লোকসান দিয়েছিল।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সীমান্ত খুলে দেওয়ার পাশাপাশি কোভিড– ১৯ মহামারি–সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ায় ভ্রমণ–পর্যটন চাহিদা যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক গন্তব্যগুলোতে আবার এমিরেটসের ফ্লাইট তথা উড্ডয়ন বৃদ্ধি পেয়েছে। এর ফলে এমিরেটসের মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে।