শরীফুল রাজকেই রাজা বানাতে চাইছেন মন্দিরা

বিনোদন

মন্দিরা চক্রবর্তীর রাজা শরীফুল রাজ
শরিফুল রাজ ও মন্দিরাফেসবুক থেকে সংগৃহীত

‘কাজলরেখা’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এই জুটি। দেশ টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বলেছেন তাঁরা। মন্দিরা বলেন, ‘আমি সেলিম ভাইয়ের সঙ্গে একটা প্রজেক্ট করেছিলাম। তারপর কাজলরেখার সঙ্গে আমার মিল খুঁজে পেয়েছেন তিনি। সেলিম ভাইয়ের সবকিছুই ভালো, শুধু রেগে গেলে কেমন কেমন করেন। রাজ যখন প্রথম আমাকে দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, তখন ভাইকে হঠাৎ করে রাজ বলে, “আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন। ও তো রাশমিকার মতো দেখতে।”’

মন্দিরা চক্রবর্তী ও রাজ!

বৈশাখ২৪

‘কাজলরেখা’র অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শরীফুল রাজ বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার একটি মজার ব্যাপার হচ্ছে শিল্পীদের অডিশন নেন তিনি। স্ক্রিপ্ট পড়ান। একমাত্র আমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। উনি আমার অডিশনও নেননি, আমাকে স্ক্রিপ্টও পড়তে দেননি। আর ছবিতে মিথিলা আপুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ওনার সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি।’শরীফুল রাজকেই রাজা বানাতে চান মন্দিরা

মন্দিরা চক্রবতী

শিল্পীর সৌজন্যে

এক প্রশ্নের জবাবে নায়িকা মন্দিরা বলেন, ‘তখনকার সময় আমি অবশ্যই কোনো রানি থাকতাম। রানির ট্রিট পেতাম। তখন কোন রাজার সঙ্গে বিয়ে হতো, সেটা বলতে পারব না। অবশ্যই আমি রাজকেই বানাতাম; কারণ, আপাতত “কাজলরেখা”য় সে–ই আমার রাজা। তো আমি তাকেই বানাতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *