সরকারি হাসপাতালে রোগী দেখা শুরু বৃহস্পতিবার: অধ্যাপকের ফি ৫০০, সহকারী অধ্যাপকের ফি ৩০০

বাংলাদেশ

সরকারি হাসপাতালে রোগী দেখা শুরু বৃহস্পতিবার: অধ্যাপকের ফি ৫০০, সহকারী অধ্যাপকের ফি ৩০০

সরকারি চিকিৎসকেরা আগামী বৃহস্পতিবার থেকে অফিস সময়ের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি নিয়ে রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথমে ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করব।’ তিনি জানান, বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিকিৎসকেরা রোগী দেখতে পারবেন।

এতে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুই দিন করে কাজ করবেন। তাঁরা যে সেবা দেবেন, তার বিনিময়ে সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর একটি অংশ পাবেন চিকিৎসকেরা, বাকিটা অন্যরা। সরকারও একটি অংশ পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের (অধ্যাপক) ফি ৫০০ টাকা, তবে তিনি পাবেন ৪০০ টাকা। জ্যেষ্ঠ পরামর্শকের ফি ৪০০ টাকা, তিনি পাবেন ৩০০ টাকা।

সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা, তিনি পাবেন ২০০ টাকা। এমবিবিএস চিকিৎসকের ফি ২০০ টাকা, তিনি পাবেন ১৫০ টাকা।

আর চিকিৎসকদের যাঁরা সহযোগিতা করবেন, তাঁরা পাবেন ৫০ টাকা করে, শুধু এমবিবিএস চিকিৎসকের সহকারীরা পাবেন ২৫ টাকা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *