‘মিলি’ আর ‘গুঞ্জন সাক্সেনা’র পর আবারও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। গত বুধবার এক বিবৃতিতে শ্রীদেবীকন্যা বলেছেন, ‘সুধাংশু সারিয়ার ‘উলঝ’ ছবির প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি আর্কষণ বোধ করছি। কারণ, অভিনয়শিল্পী হিসেবে সব সময় এমন চিত্রনাট্যের সন্ধানে থাকি, যা আমাকে আমার স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে টেনে বের করে নিয়ে আসবে। এই ছবিতে এমন এক চরিত্রে অভিনয় করছি, যা আইএফএসের (ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস) দুনিয়া ঘিরে আবর্তিত হয়েছে।’
