৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। হাতে সময় নেই বললেই চলে। শেষ সময়টা ভালোভাবে কাজে লাগাতে হবে। তবে রাত জেগে পড়াশোনা করতে গিয়ে অসুস্থ হওয়া যাবে না। এ সময়ে নিজেকে সুস্থ রাখাটাও একটা চ্যালেঞ্জ। প্রস্তুতি যেমনই হোক পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। কারণ, অনেকের ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা ঠিকমতো করতে না পেরে পরীক্ষায় খারাপ করেন। পরীক্ষার হলে করণীয় নিয়ে কয়েকটি পরামর্শ নিচে দেওয়া হলো।
প্রিলিমিনারি পরীক্ষার হলে করণীয়
- পরীক্ষার হল হলো আসল যুদ্ধক্ষেত্র। এখানেও একটা চমৎকার ব্যবস্থাপনা করতে হবে। হলে মাথা ঠান্ডা রাখতে হবে। তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে যেন ১৩০ ডিগ্রি না হয়ে যায়। ভয় না পেলে হলে মাথা ঠান্ডা থাকবে।
- পিএসসি অনুমোদন করে না, এমন জিনিসপত্র কোনো অবস্থাতেই হলে নেওয়া যাবে না। আর প্রবেশপত্রসহ আনুষঙ্গিক অনুমোদিত জিনিস সঙ্গে নিয়ে যাবেন।
- আন্দাজে কোনো উত্তর দেওয়া যাবে না। বৃত্ত ভরাটের সময় প্রশ্নের ক্রমিক নম্বর ভালো করে খেয়াল করবেন। ১৭ নম্বর যেন ২৭-এ গিয়ে না পড়ে। অপশনের ক, খ, গ, ঘ—কোন ফরম্যাটে আছে, তা-ও খেয়াল রাখুন।