যে ফুলের গন্ধ নিলেই মৃত্যু…!

জানা অজানা তর্থ

ফুলের সুগন্ধি গ্রহণ করা মানুষের সহজাত প্রবৃত্তি। তবে ফুলের সৌরভ নিতে গিয়ে যদি মৃত্যু ঘটে তাহলে বিষয়টা মর্মান্তিকই বলতে হবে। এমন ঘটনা নিশ্চই কারো কাম্য নয়। বাস্তবেই এমন ফুল রয়েছে যার গন্ধ নিতে গেলেই নির্ঘাত মৃত্যু…! শুধু গন্ধ নয় এটি স্পর্শ করলেও আপনার মৃত্যু হতে পারে। হ্যাঁ পাঠক জানাবো এমন এক ফুলের কথা যেটা কেড়ে নিতে পারে আপনার জীবন। ব্রিটেনের সান্ডারল্যান্ডের হোয়াইট বার্ন শহরের সাউটার লাইট হাউজে পাওয়া গেছে এ ফুলটি। যে ফুলের গায়ে রয়েছে বিভিন্ন রোগের ভাইরাস, রয়েছে জীব হত্যা করার শক্তি। লাইট হাউজের তত্ত্বাবধায়ক ডগি হল্ডেন এ ফুলটির সন্ধান পান।

গবেষকরা বলছেন, এর সমগ্র শরীরেই বিষে ভরা। যা হতে পারে মারাত্মক রোগ এমনকি মৃত্যুর কারণ।

এ ফুলটির নাম এগ্রোস্টেমনা গিথাগো। উদ্যানবিদগণ কৌতূহলীদেরকে এ ফুলটি স্পর্শও না করার জন্য পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এ ফুলটিতে রয়েছে গ্লাইকোসাইড গিথাগিন ও এগ্রোস্টেম্নিক নামে এসিড। যার ফলে পাকস্থলিতে ব্যথা, বমি, ডায়রিয়া, মাথাব্যথা, শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে।

ইংরেজিতে এ ফুলটিকে বলা হয় কর্ণ-ককল। এটি গোলাপি ও অনেক সময় রক্তবর্ণ (লাল+নীল) হয়। ধারণা করা হচ্ছে, লৌহ যুগের কৃষকরা এ ফুলটি যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে এনেছেন। এটি উনবিংশ শতাব্দীতে কৃষি জমিতে আগাছা হিসেবে গণ্য হত। এ ফুলটি প্রায় ৩ ফিট লম্বা হয় এবং এর গায়ে থাকে পশম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *