বাংলাদেশের জাতীয় কবি কে এবং তার পরিচয়
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
|
|
---|---|
![]() ১৯৪০ খ্রিস্টাব্দের পূর্বে কবি নজরুল
|
|
জন্ম |
কাজী নজরুল ইসলাম
২৪ মে ১৮৯৯ |
মৃত্যু | ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) |
মৃত্যুর কারণ | পিক্স ডিজিজ |
সমাধি | কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭) ভারতীয় (১৯৪৭-১৯৭২) বাংলাদেশী (১৯৭২-১৯৭৬) |
অন্যান্য নাম | দুখু মিয়া[১] |
নাগরিকত্ব |
|
পেশা |
|
উল্লেখযোগ্য কর্ম
|
|
আন্দোলন | বাংলার নবজাগরণ |
দাম্পত্য সঙ্গী | |
সন্তান |
|
পিতা-মাতা |
|
পুরস্কার | জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫), স্বাধীনতা পুরস্কার (১৯৭৭), একুশে পদক (১৯৭৬), পদ্মভূষণ |
সামরিক কর্মজীবন | |
আনুগত্য | ![]() |
---|---|
সেবা/ |
![]() |
কার্যকাল | ১৯১৭–১৯২০ |
পদমর্যাদা | হাবিলদার |
ইউনিট | ৪৯তম বাঙালি রেজিমেন্ট |
যুদ্ধ/সংগ্রাম | প্রথম বিশ্বযুদ্ধ |
স্বাক্ষর | |
![]() |
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজ্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।[৩]
বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি“ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।