ব্যাঙ্গালোর যেখানে রুপকথা লিখলো, চেন্নাই সেখানে ভালো পজিশন থেকে খেই হারালো!

খেলাধুলা

 

শেষ ম্যাচে ১৮ রানে হারলেও প্লে অফ খেলে চেন্নাই, কিন্তু তারা হারলো ২৭ রানে! মুস্তাফিজুর-পাথিরানার জুটির অভাবটাই যে সবচেয়ে বেশি ভুগিয়েছে চেন্নাইকে, সেটা বলার অপেক্ষা রাখে না!

২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট:
– তুষার দেশপান্ডে ১৭ উইকেট (১৩ ইনিংস)
– মুস্তাফিজুর রহমান ১৪ উইকেট (৯ ইনিংস)
– মাথিশা পাথিরানা ১৩ উইকেট (৬ ইনিংস)

মুস্তাফিজুর-পাথিরানা যখন ছিলেন তখন বেশ ভালো রিদমেই ছিল চেন্নাই। ইন ফ্যাক্ট মুস্তাফিজের অবদানটাকে অনেক বাঙ্গাকিই ছোট করে দেখছিলো; যেখানে চেন্নাই আর ভারতের লোকেরা মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছিলেন।

মুস্তাফিজের চেয়ে পাথিরা অবশ্যই ইমপ্যাক্টফুল ছিলেন; কিন্তু মুস্তাফিজ যে রোলটা প্লে করেছিলো, সেই রোলটাও চেন্নাইকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে! মুস্তাফিজুর আসার পর চেন্নাই শেষ ৪ ম্যাচে ২ টা ম্যাচ জিতলে মুস্তাফিজের অভিজ্ঞতার একটা অভাব তো দেখা গেছেই। যে দুই ম্যাচে হেরেছে, সেই দুইটার মাঠ হয়তো চেন্নাই ছিলো না; কিন্তু নেট রানরেটের যে মারপেচটা খেলো চেন্নাই, সেটা আটকানোর জন্য মুস্তাফিজের অভিজ্ঞতাগা দরকার ছিল চেন্নাইয়ের। সেইন্সাথে পাথিরানাকে তো ৮ টা ম্যাচেই পায়নি চেন্নাই।

পরের আসরে মেগা অকশন; মুস্তাফিজুরকে রিটেইন করার সম্ভাবনা কম। তবে আমি চাইবো পরেরবার মুস্তাফিজুর দল পেলে যেন চেন্নাই-ই তার ঠিকানা হয়! কারণ চেন্নাইয়ের ৭ ম্যাচের কন্ডিশন ব্যবহার করার জন্য মুস্তাফিজুরই হবে সেরা অপশনের একটি।

#চেন্নাই #csk #মুস্তাফিজুররহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *