৬ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

খেলাধুলা

৬ উইকেটে  ম্যাচ জিতল বাংলাদেশ

প্রথম ম্যাচে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিক ছড়িয়েছিল রোমাঞ্চ। এবার আর তেমন কিছু হলো না। ওয়াফাদেরের প্রথম বলেই মিডউইকেট দিয়ে চার মেরেছেন শামীম হোসেন, ৫ বলে বাকি থাকতে ৬ উইকেটের জয় নিশ্চিত হয়েছে তাতেই। আগের ম্যাচে শামীম শেষ করে আসতে পারেননি, হৃদয়ের সঙ্গে দারুণ একটি জুটির অংশ থাকলেও। এবার ম্যাচজয়ী শটটি খেললেন তিনি।

এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় বার এসে আফগানিস্তানকে প্রথমবার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ।

১১৯ রানের লক্ষ্যে যেমন শুরু দরকার ছিল বাংলাদেশের, পেয়েছে তেমনই। লিটন ও আফিফের ৬৭ রানের ওপেনিং জুটিই গড়ে দেয় সফল রান তাড়ার ভিত। আফগানিস্তান এরপর দ্রুত ৩ উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার আভাস দিলেও অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় তা হতে দেননি। হৃদয় আগেভাগে থামলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রানে।

একমাত্র টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকদেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *